আপাতত খুলছে না তারাপীঠ মন্দির , ফের ২০ তারিখে বৈঠকে বসবেন মন্দির কতৃপক্ষ

14th June 2020 5:52 pm বীরভূম
আপাতত খুলছে না তারাপীঠ মন্দির , ফের ২০ তারিখে বৈঠকে বসবেন মন্দির কতৃপক্ষ


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) :  সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলো না । তারাপীঠ মন্দির আপাতত খুলছে না ।  আগামী কুড়ি তারিখ অর্থাৎ ২০ শে জুন আবারো বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে তারাপীঠের মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য । গতকাল দক্ষিণেশ্বর মন্দির খুলে গিয়েছে এবং তারপরেই কবে থেকে তারাপীঠ মন্দির খোলা হবে তাই নিয়ে বেশ কিছু কথা উঠে আসে । তার প্রেক্ষিতেই আজ বৈঠক হয় । প্রায় এক ঘন্টা ধরে বৈঠক হয়েছে ।  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে । আগামী কুড়ি তারিখে আবার বৈঠক হবে, তারপর জানানো হবে মন্দির  কবে খোলা হবে । মন্দির খুললেও কি ভাবে সতর্কতা থাকবে তা নিয়েও আলোচনা হয় ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।